সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
র্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল সোমবার (২৭ জুন) গোপন সংবাদের নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজী রোডস্থ ঢাকা-নারায়ণগঞ্জ সেচ প্রকল্প পানি উন্নয়ন বোর্ডের সামনে অভিযান পরিচালনা করে ১শ’ ফেনসিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, মো. নূর হোসেন (৩২), পিতা-মো. আয়নাল হোসেন, সাং-বাঁশকুল, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, আব্দুল কাদের (৩৮), পিতা-মফিজুল ইসলাম, সাং-আউটিয়া কোনা, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা ও মো.ফখর উদ্দিন (৪৩), পিতা-মৃত হাজী আ. মতিন, সাং-হোসেনদী বাজার, থানা-গজারিয়া, জেলা-মুন্সিগঞ্জ। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।