Logo
HEL [tta_listen_btn]

দেখার কেউ নেই প্রশাসনকে আল হেরা হাসপাতালের বৃদ্ধাঙ্গুলি

দেখার কেউ নেই প্রশাসনকে আল হেরা হাসপাতালের বৃদ্ধাঙ্গুলি

দেশের আলো রিপোর্ট
স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক লাইসেন্সবিহীন অনুমোদনহীন অবৈধ ক্লিনিক ও হাসপাতাল বন্ধের কঠোর নির্দেশনার পরও নারায়ণগঞ্জ শহরের খানপুর ইশাখা রোডে অবস্থিত অনুমোদনহীন আল হেরা জেনারেল হাসপাতালটি গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা এবং সিরাজগঞ্জের কাজিপুর রাস্তার মোড়ের সেধানগড়া এলাকায় গড়ে উঠা একই নামের হাসপাতালের নাম, লোগো, শ্লোগান ব্যবহার করে প্রতিষ্ঠান পরিচালনা করছেন এমনটাই সরেজমিনে দেখা গেছে। সোমবার (২৭ জুন) নারায়ণগঞ্জ শহরের ১৫/১ ইশাখা রোড,কাজীপাড়া খানপুর এলাকায় নব্য গড়ে উঠা আল হেরা জেনারেল হাসপাতালটির কর্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এবিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান জানান,আল হেরা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ অনুমোদনের জন্য আমাদের নিকট একটি আবেদন করেছেন। আমরা সেই আবেদন স্বাস্থ্য বিভাগে পাঠিয়েছি। এ বিষয়ে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবস্থিত আল হেরা হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা আফজাল হোসেন জানান, এই লোগো ও শ্লোগান আমাদের নিজস্ব তৈরি এবং ট্রেড মার্কের জন্য সকল কাগজপত্র জমা দেওয়া হয়েছে। হাসপাতালের নামটা যেহুতু ভিন্ন কিন্তু আমাদের নাম, লোগো, শ্লোগান কি করে ব্যবহার করে সে বিষয়ে আমাদের অবশ্যই কমপ্লেন আছে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। শহরের খানপুরে নব্য গড়ে উঠা আল হেরা জেনারেল হাসপাতালের দায়িত্বরত এক কর্মকর্তার কাছে মুঠোফোনে জানতে চাইলে, আপনাদের হাসপাতালের ছাড়পত্র আছে কি না যদি না থাকে তাহলে আপনারা হাসপাতাল চালাতে পারেন কি না? তিনি জানান, আমাদের ছাড়পত্র আছে কি নাই সে বিষয়ে ফোনে বলা যাবে না। আমাদের হাসপাতালে আসেন কথা বলি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com