বন্দর সংবাদদাতা
র্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল সোমবার (২৭ জুন) গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা কালে একটি প্রাইভেটকার তল্লাশী করে ১০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, সানিয়াদ রহমান ইমন (২০), পিতা-মৃত লিটন শিকদার, সাং-শিমুল বাগ, থানা ও জেলা-পটুয়াখালী ও মো. মনিরুজ্জান মনির (৪০), পিতা-মৃত মিনহাজ হাওলাদার, সাং-বলইকাটি, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।