নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ ড. করুণাময় গোস্বামীর ৫ম মৃত্যুবার্ষিকীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বৃহস্পতিবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টায় মাসদাইর শ্মশানে স্থাপিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে এই শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। শ্রদ্ধা নিবেদনের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়। এসময় তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে মেয়র আইভী ড. করুণাময় গোস্বামীর পরিবারের খোঁজ খবর নেন। স্মৃতিস্তম্ভে আরও শ্রদ্ধা নিবেদন করে বাসদ, সিপিবিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।