আড়াইহাজার সংবাদদাতা
আড়াইহাজারে সাভারের কলেজ শিক্ষক উৎপল কুমার সরকারকে নৃশংসভাবে হত্যা, নড়াইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে অপদস্থ করাসহ সারাদেশে বখাটে ছেলেদের কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদ, আড়াইহাজার উপজেলা শাখা। শনিবার (২ জুলাই) দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বাংলাদেশ স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আড়াইহাজার উপজেলা শাখার সভাপতি মো. গিয়াসউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, পরিষদের সাধারণ সম্পাদক হাসান আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন রতন, মোজাম্মেল হক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. লোকমান হোসেন ভূঁইয়া, কলেজ শিক্ষক সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন প্রমুখ। বক্তারা নিহত কলেজ শিক্ষক উৎপল কুমার সরকারের খুনি জিতুর ফাঁসির দাবি করেন এবং সারাদেশে বখাটে ছাত্রদের আক্রমণ থেকে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিৎ করার দাবি জানান।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।