সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
সিদ্ধিরগঞ্জে পিকআপের ধাক্কায় আলমাছ বেপারী (৪০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুলাভাই ভুট্টু (৫০) আহত হয়েছেন। তাকে খানপুর হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার (৪ জুলাই) বিকেলে আদমজী-চাষাঢ়া সড়কের আশরাফ আলী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমাছ বেপারী নাটোরের সিংগাইরের কালিনগর এলাকার মৃত খালেক ব্যাপারীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, আদমজী-চাষাঢ়া সড়কের আশরাফ আলী ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেলযোগে চালকসহ তারা ৩ জন ভূঁইগড় থেকে সিদ্ধিরগঞ্জ আইয়ুব নগরের গরুর হাট দেখতে যাচ্ছিলেন। এসময় পিকআপের ধাক্কায় আলমাছ বেপারী মোটরসাইকেল থেকে পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় তার দুলাভাই ভুট্টু আহত হন। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে পিকআপ জব্দ করা হলেও চালককে আটক করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।