হোমনা সংবাদদাতা
কর্মক্ষেত্রে সততা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে শুদ্ধাচার পুরস্কার পাওয়ায় কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদারকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুদ্ধাচার চর্চার মাধ্যমে স্বাস্থ্যসেবা ক্ষেত্রে পেশাগত দক্ষতা, সততার নিদর্শন, সেবা গ্রহীতাদের সঙ্গে আচরনণসহ বিভন্ন সূচক অর্জনের স্বীকৃতিস্বরূপ কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগীয় শুদ্ধাচার পুরস্কারে শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পুরস্কারে ভূষিত হলেন এ কর্মকর্তা। রোববার (১৭ জুলাই) বিকেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়। শনিবার (১৬ জুলাই) লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত জেলা মাসিক সমন্বয় সভায় মহাপরিচালক (স্বাস্থ্য) ডা. এবিএম খুরশিদ আলম, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য চট্টগ্রাম) ডা. হাসান শাহরিয়ার কবির এবং জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন আনুষ্ঠানিকভাবে ডা. ছালাম সিকদারের হাতে এই সম্মাননা পুরস্কারটি তুলে দেন। তার এ পুরস্কারে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য দপ্তরের সকল চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন। হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুদ্ধাচার পুরস্কার লাভ করায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে ডা. আবদুছ ছালাম সিকদারকে সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে রোববার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে কেক কেটে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, সাংবাদিক মো. কামাল হোসেন, ডা. এম এম মাহবুবুর রহমান, ডা. লুৎফুন নাহার নিবিড়, ডা. ফাদলুল আজিম আবরার, ডা. সাকেরা সুলতানা, সাংবাদিক সৈয়দ আনোয়ার ও সাংবাদিক মইনুল ইসলাম মিশুক, প্রধান সহকারী মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। ভালো কাজের স্বীকৃতি পেয়ে প্রথমেই মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং উপস্থিত অতিথি ও চিকিৎসকসহ সকল কর্মকর্তা-সর্মচারীকে আন্তরিক ধন্যবাদ জানান ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার। তিনি বলেন, ভালো কাজের স্বীকৃতি পেলে কাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য, মানুষকে সেবাদানে আগ্রহ বেড়ে যায় বহু গুণে। তিনি উপজেলাবাসীর স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।