Logo
HEL [tta_listen_btn]

ভিক্টোরিয়া হাসপাতালের জেনারেটর নষ্ট লোডশেডিংয়ে চিকিৎসাসেবা ব্যাহত শীঘ্রই ব্যবস্থা নেবো: আরএমও

ভিক্টোরিয়া হাসপাতালের জেনারেটর নষ্ট লোডশেডিংয়ে চিকিৎসাসেবা ব্যাহত শীঘ্রই ব্যবস্থা নেবো: আরএমও

দেশের আলো রিপোর্ট
নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালেরজেনারেটর নষ্ট থাকায় লোডশেডিং চলাকালে চিকিৎসাসেবা ব্যাহত এবং রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।বিদ্যুতের লোডশেডিং যত বাড়ছে ততই ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। লোডশেডিং হলে বন্ধ হয়ে যাচ্ছে হাসপাতালের রোগ নির্ণয় কার্যক্রম। এ চিত্র নারায়ণগঞ্জবাসীর স্বাস্থ্য সেবায় অন্যতম ভরসাস্থল নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের। তবে কর্তৃপক্ষ বলছেন, সংশ্লিষ্টদের জানানো হয়েছে। খুব দ্রæতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরো হাসপাতালটি বিদ্যুৎ বিচ্ছিন্ন। জানালার আলোতে সেবা দিতে হচ্ছে। বিদ্যুৎ না থাকায় ওয়ার্ডের অনেক রোগীকে বাতাস করছে স্বজনরা। সেই সময় বুকে ব্যাথা নিয়ে চিকিৎসা নিতে আসেন মেহেদী হাসান। তাকে দু’টি ইনজেকশন ও একটি সিরাপ দেওয়ার পাশাপাশি রোগ নির্ধারণের জন্য ইসিজিসহ দু’টি পরীক্ষা দেওয়া হয়। হাসপাতালের দু’তলায় পরীক্ষা করাতে গেলে কর্তব্যরত নার্স মেহেদী হাসানের মা আসমা বেগমকে জানান, বিদ্যুৎ না থাকায় পরীক্ষা গুলো করানো যাচ্ছে না। তাই হয়তো বাহিরের থেকে করিয়ে নিন, না হয় ১৬ জুলাই আসুন। ভুক্তভোগী আসমা বেগম জানান, নারায়ণগঞ্জে মেডিকেল কলেজ নেই। স্বাস্থ্য সেবার জন্য এই জেলার মানুষের ভরসা ছিল ভিক্টোরিয়া হাসপাতালটি। অথচ, সামান্য লোডশেডিংয়ের জন্য দুর্ভোগ সইতে হচ্ছে সাধারণ মানুষকে।
নাম প্রকাশ না করার শর্তে জরুরী বিভাগের একজন নার্স জানান, হাসপাতালের দু’টি লাইন। একটি লাইনে সমস্যা দেখা দিয়েছে। এছাড়া জেনারেটর নষ্ট, তাই বিদ্যুৎ নেই। বিশ্ব বাজারে জ্বালানির দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বড় ধরণের অর্থনৈতিক সংকট এড়াতে বিদ্যুৎ ও তেলের খরচ কমানোর একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সরকার। তার মধ্যে অন্যতম একটি দিনে এক থেকে ২ ঘন্টা লোডশেডিং দেওয়ার সিদ্ধান্ত। ১৯ এপ্রিল থেকে সেই সিদ্ধান্তও বাস্তবায়ন করা হচ্ছে। এ অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আরএমও ডা. এস কে ফরহাদ জানান, আমাদের দু’টি লাইন। মাঝ খানে দু’টি লাইনের মধ্যে একটিতে একটু সমস্যা দেখা দিয়েছে। এ কারণে লোডশেডিংয়ে সমস্যায় পড়তে হচ্ছে। এতদিন যেহেতু লোডশেডিংয়ের সমস্যা ছিল না, তাই গুরুত্ব দেইনি। এখন লোডশেডিংয়ের সমস্যা হওয়ায় গুরুত্ব দেওয়া লাগবে। এরই মধ্যে পিডবিøউকে জানিয়েছি, উনারা বলেছে খুব দ্রæতই যা করার করবে। আসলে এই সমস্যাটি সমাধানের জন্য একটু সময়তো দিতেই হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com