হোমনা সংবাদদাতা
কুমিল্লার হোমনায় ৩ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত ৭ জনসহ মোট ৯ আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার (১৬ জুলাই) রাতে পুলিশের বিশেষ অভিযানে মাদক, অস্ত্র ও ডাকাতিসহ বিভিন্ন মামলায় নিয়মিত এবং ওয়ারেন্টভুক্ত এসব আসামীদের গ্রেফতার করে রোববার (১৭ জুলাই) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে ঘারমোড়া বাজারের দক্ষিণে মনিরের সমিল সংলগ্ন ব্রিজের ওপর অভিযান চালিয়ে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মনরা (তাজু দোকানদারের বাড়ি) গ্রামের মৃত সফিক মিয়ার পুত্র মো. আনোয়ার হোসেন (৩১) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপিনাথপুর গ্রামের মো. শাহিন মিয়ার পুত্র মো. রাসেল মিয়া (১৯) কে তিন কেজি গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে হোমনা থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত অন্য আসামীরা হলো, উপজেলার দ্বাড়িগাঁও গ্রামের সোনা মিয়ার পুত্র মো. আ. মান্নান, তেভাগিয়া গ্রামের আইয়ুব মিয়ার পুত্র সুজন মিয়া, তার বাবা চান মিয়ার পুত্র আইয়ূব মিয়া ও আইয়ুব মিয়ার স্ত্রী সাহেরা বেগম, একই গ্রামের সহিদ মিয়র পুত্র জাকির হোসেন ও তার স্ত্রী সুমি বেগম এবং আব্দুল্লাহপুর গ্রামের হানিফের স্ত্রী কামরুন বেগম। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পুলিশের বিশেষ অভিযানে তিন কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে মামলা দেওয়া হয়েছে। অপরদিকে আদালতের পরোয়ানাভুক্তসহ মোট ৯ আসামীকে গ্রেফতার করে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।