হোমনা সংবাদদাতা
কুমিল্লার হোমনায় বিদায়ী সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমানকে সংবর্ধনা দিয়েছে পৌরসভা। সংবর্ধনা উপলক্ষে বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যায় পৌর মিলনায়তনে স্মৃতিচারণমূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পৌর মেয়র এড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে তার কর্মময় ও ব্যক্তি জীবন নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি বিদায়ী সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান।পৌরসভার প্রধান সহকারি মো.আবদুল মুন্নাফের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল হক সরকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, থানা প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন, কাউন্সিলর আবদুল কাদির, আবদুস সোবাহান প্রমুখ। পরে পৌর মেয়রের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।