ফতুল্লা সংবাদদাতা
নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ফতুল্লা থেকে ৭শ’ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার মামলা রুজু করা হয়েছে। শনিবার (৩০ জুলাই) সকালে চানমারি মাইক্রোস্ট্যান্ডের উত্তর পার্শ্বে মসজিদ সংলগ্ন পাঁকা রাস্তার উপর থেকে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, আরিফ মিয়া (২৯), মো. সাগর (২৮) ও টিপু মিয়া (৪৫)। শনিবারেইএওদর আদালতে সোপর্দ করা হয়েছে। উক্ত অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. তরিকুল ইসলাম ও অফিসার ইনচার্জ (ডিবি) ফখরুদ্দিন ভূইয়া।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।