নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আমার কাছে মনে হচ্ছে বিএনপি দু’ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা আম্মা গ্রæপ আরেকটি হচ্ছে ভাইয়া গ্রæপ। যারা আম্মা গ্রæপে আছেন তারা সিনিয়র। আম্মা গ্রæপ চাচ্ছে দেশে নির্বাচন হোক। কিন্তু ভাইয়া গ্রæপ কোন নির্বাচন চাচ্ছে না। তারা চাচ্ছে দেশে এনার্কি হোক। আর এর জন্য বিদেশে কাজ শুরু হয়ে গেছে। কারণ ভাইয়া গ্রæপ বুঝে গেছে যে তারা জনগনের ভোটে ক্ষমতায় আসতে পারবে না। তাই এখন দেখার বিষয়, কি হয়। নির্বাচন ছাড়া ক্ষমতায় আসার কথা যারা ভাবে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আল্লাহ যদি তাকে হায়াত দান করেন তাহলে আমি মনে করি এটা সম্ভব না। রোববার (৩১ জুলাই) রাতে বেসরকারি এক টেলিভিশনের টকশো’তে শামীম ওসমান একথা বলেন। শামীম ওসমান বলেন, তারা চাচ্ছে দেশে একটা এনার্কি সৃষ্টি করতে। যেমন, ২০০১ সালে নির্বাচনের আগে নারায়ণগঞ্জে বোম বøাস্ট করা হলো। তখন আমার কলিগরা বলছিলো তোমার যদি এমন কিছু হয়, তাহলে আমাদের কি হবে। তো এটা হচ্ছে এনার্কি সৃষ্টি করা, যা খুব সহজ একটা কাজ। আমি মনে করি, আমাদের মূল শক্তি হচ্ছে সৃষ্টিকর্তা। আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে, এতোদিন ক্ষমতায় থাকলে একটু চর্বি জমে। আমার মনে হয় তৃণমুলের নেতাকর্মীদের ভেতরে ভেতরে কিছু দাগ পরে গেছে। আমাদের ভেতরেও আছে। অনেকে আছে যারা এমপি হবে না, মেয়র হবে না, চেয়ারম্যান হবে না তবুও তারা লাইফ লং একটা নামের উপর বিশ্বাস করে আছে বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনা। আমাদের জাতীয় পার্টির যে নেতারা আছেন তারা যথেষ্ট যোগ্যতা রাখেন। অল্প সময়ের মধ্যে যদি তাদের এই দাগটা মুছে দেয়া যায় তাহলে নো বডি ক্যান বিট আওয়ামী লীগ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।