ফতুল্লা সংবাদদাতা
মাদক বিক্রয় করার সময় পাগলার শীর্ষ মাদক ব্যবসায়ী আমির হোসেনকে এক সহোযোগীসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। মঙ্গলবার(২ আগস্ট) ভোরে তাদেরকে ফতুল্লা থানার পাগলা পশ্চিম রসুলপুর এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এসময় পুলিশ গ্রেফতারকৃতদের নিকট থেকে ৪শ’ ৩০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটককৃতরা হলো, পাগলা পশ্চিম রসুলপুর এলাকার কালা মিয়ার পুত্র আমির হোসেন (৩৮) ও একই এলাকার মৃত অজিত কুমার দাসের পুত্র সুব্রত দাস(৩২)।জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয়রা মাদক ব্যবসায়ী আমির হোসেন ও সহযোগী সুব্রত দাসকে মাদক বিক্রয়কালে আটক করে পুলিশে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে গ্রেফতার করে।পুলিশ জানায়, মাদকসহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।