Logo
HEL [tta_listen_btn]

স্কুল পর্যায়ে ফুটবল টুর্ণামেন্ট দাবি

স্কুল পর্যায়ে ফুটবল টুর্ণামেন্ট দাবি

ক্রীড়া সংবাদদাতা
ফুটবলকে আবারো জনপ্রিয় খেলা হিসেবে এর ঐতিহ্যকে ধরে রাখার জন্য সারা দেশে স্কুল পর্যায়ে ফুটবল টুর্ণামেন্ট পুনরায় চালু করার দাবি জানিয়েছে জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড়রা। মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ বিদ্যানিকেতন হাইস্কুলের আয়োজনে আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনের সময় এ দাবি জানান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাকির হোসেন, জাতীয় দলের সাবেক খেলোয়ার আমান এবং স্বপন। তারা বলেন, ফুটবল আমাদের প্রাণের খেলা। আমরা নারায়ণগঞ্জের বিভিন্ন মাঠে খালি পায়ে ফুটবল খেলা শুরু করে জাতীয় দলে খেলেছি। বর্তমান সময়ে আমাদের তরুণ প্রজন্ম ফুটবলকে নিয়ে আগ্রহহারিয়ে ফেলেছে। বিদ্যানিকেতন হাইস্কুল ফুটবলকে টিকিয়ে রাখার জন্য একটি অনুকরনীয় কাজ করছে। আমরা এর সাফল্য কামনা করছি। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যানিকেতন ট্রাস্টি বোর্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, ট্রাস্টি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল,আফজাল হোসেন পন্টি এবং প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা। বিদ্যানিকেতন হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ১৫টি শাখার ১৫টি দল নকআউট পদ্ধতিতে এ খেলায় অংশগ্রহণ করছে। প্রথমদিনে মোট ৬টি দল অংশগ্রহণকরেছে। স্থানীয় অগ্রণী ব্যাংক মাঠে এ খেলা অনুষ্ঠিত হচ্ছে। খেলা পরিচালনা করেন আনোয়ার হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com