নিজস্ব সংবাদদাতা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। একই সঙ্গে বিভিন্ন থানা ইউনিটগুলোতে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি ও সদস্য সচিব মামুন মাহমুদ বলেন, নারায়ণগঞ্জের কৃতি সন্তান আব্দুল মতিন চৌধুরী ছিলেন আপামর গণমানুষের নেতা। ছিলেন একজন মেধাবী সফল সংগঠক। বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের একজন অন্যতম সদস্য হিসেবে দল ও সংগঠনের জন্য তার অসামান্য অবদানের কথা বিএনপি আজীবন স্মরণ রাখবে। তার জীবদ্দশায় প্রতিটি মুহূর্ত তিনি দেশ ও জনগণের জন্য কাজ করে গিয়েছেন। বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র ও বস্ত্রমন্ত্রী হিসেবে রেখেছেন সফলতার স্বাক্ষর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক শক্তি ও অগ্রযাত্রায় রেখেছিলেন অনন্য ভূমিকা। আমরা এই কীর্তিমান পুরুষের মৃত্যুবার্ষিকীতে তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ও তার রুহের মাগফেরাত কামনা করছি। আব্দুল মতিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে পুষ্পঅর্পণ এবং দোয়া মাহফিলের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।