সোনারগাঁ সংবাদদাতা
ব্রহ্মপুত্র নদে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ হয়েছে ১৬ বছর বয়সী এক স্কুলছাত্র। বন্দরের লাঙ্গলবন্দ এলাকায় শুক্রবার (১২ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ কিশোরের নাম তামজিদ হোসেন। সে সোনারগাঁয়ের কাঁচপুর বিসিক এলাকার শাহীন মিয়ার ছেলে ও সিনহা স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র। নিখোঁজের খবর পেয়ে বন্দর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্ধান শুরু করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের সঙ্গে আসা বন্ধু বেলায়াত হোসেন বলেন, রিফাত, জয়, ফরহাদ হোসেন ও তামজিদসহ আমরা ৫ বন্ধু দুপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামি। এসময় তামজিদ হঠাৎ পানিতে তলিয়ে যায়। নিজেরা খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রাজ্জাক বলেন, বিসিক শিল্পনগরী এলাকার সিনহা স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির ৫ শিক্ষার্থী লাঙ্গলবন্দ ব্রিজের দক্ষিণ পাশে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এসময় তামজিদ নামের একজন নিখোঁজ হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।