Logo
HEL [tta_listen_btn]

হোমনায় বসতঘরে অগ্নিকান্ড

হোমনায় বসতঘরে অগ্নিকান্ড

হোমনা সংবাদদাতা
কুমিল্লার হোমনায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি বসতঘর। এতে অন্তত ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাড়ির মালিক। রোববার (১৪ আগস্ট) সকাল ১০টায় উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ অগ্নিকাÐের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক উপজেলা ইসলামিক ফাউন্ডেশন হোমনা শাখার মডেল কেয়ারটেকার বিল্লাল হোসেন জানান, আগুনে তার সব শেষ হয়ে গেছে। ঘরটি তালাবদ্ধ ছিল। এতে ঘরে রক্ষিত নগদ ২ লাখ ৭০ হাজার টাকা, ৩টি স্টিলের ও ২টি কাঠের আলমারিতে থাকা ৩ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, দলিলপত্র এবং ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ১৩ লাখ টাকার বেশি ক্ষতিসাধন হয়েছে। ফায়ার সার্ভিসের ইনচার্জ উসমান গনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় জনতা আগুন নিভিয়ে ফেলে। কীভাবে আগুন লেগেছে সঠিক বলতে পারছি না। তবে, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com