Logo
HEL [tta_listen_btn]

২৭ আগস্টের মধ্যে জনসভা করবো  এমপি শামীম ওসমান

২৭ আগস্টের মধ্যে জনসভা করবো  এমপি শামীম ওসমান

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন,আগামী ২৭ আগস্টের মধ্যে নারায়ণগঞ্জে জনসভা করবো। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) সকালে ভূঁইগড়েতিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, ষড়যন্ত্র নিয়ে নতুন করে মাঠে নেমেছে একটি পক্ষ, সেই ষড়যন্ত্র মোকাবেলার জন্য আমরা আগামী ২৭ আগস্টের মধ্যে নারায়ণগঞ্জে জনসভার মধ্যদিয়ে প্রমাণ করবো, এই নারায়ণগঞ্জ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, আছে ও থাকবে। তিনি আরো বলেন, আমাকে এমপি মনে করবেন না, আপনাদের একজন ভাই মনে করতে পারেন কিংবা আপনাদের সন্তান, আপনাদের চাচা মনে করবেন। আমি চাই, আপনারা একটু পরিশ্রম করেন এবং যাতে মানুষের দোয়া পাই। পৃথিবীতে একটা জিনিস নিশ্চিত, অন্যসব অনিশ্চিত। সেটা হলো আমাদের সবারই মরতে হবে। তাই চলেন না, চলে যাওয়ার আগে সকলে মিলে এমন কোন কাজ করি, যে কাজ দেখে আল্লাহ খুশি হয়। নারায়ণগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে শোক সভায় অংশ নেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শওকত আলী, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু। জাতীয় শোক দিবস উপলেক্ষে শোক সভার আয়োজন করে কুতুবপুর ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকর্মীরা। এরপর ফতুল্লার পোস্ট অফিস, তক্কারমাঠসহ বিভিন্ন স্থানে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে অংশ নেন শামীম ওসমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com