Logo
HEL [tta_listen_btn]

সিরিজ বোমা হামলা  হোমনায় আ’লীগের বিক্ষোভ

সিরিজ বোমা হামলা  হোমনায় আ’লীগের বিক্ষোভ

হোমনা সংবাদদাতা
কুমিল্লার হোমনায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সংঘটিত সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ আগস্ট) সংসদ সদস্য সেলিমা আহমাদের রাজনৈতিক কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বিএনপি-জামায়াতকে অভিযুক্ত করে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, তৎকালীন জঙ্গীবাদী বিএনপি-জামায়াত জোটের প্রত্যক্ষ মদদে দেশব্যাপী সিরিজ বোমা হামলা সংঘটিত করে। পৌর মেয়র এড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস, আওয়ামী লীগ নেতা ও ভাষানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাদেক হোসেন সরকার, যুবলীগ সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. কায়সার বেপারী, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. দেলোয়ার হোসেন ফারুক ও সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, কৃষক লীগের আহŸায়ক মো. মনির হোসেন, পৌর যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, যুবলীগ নেতা সৈয়দ মেহেদী হাসান, ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার ও সাধারণ সম্পাদক মো. ফোরকানুল ইসলাম পলাশ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com