নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ শহরের অভিজাত রেস্টুরেন্ট খ্যাত গ্র্যান্ডহলে খাবারের মধ্যে তেলাপোকা পাওয়ার অভিযোগ উঠেছে। এসময় ওয়েটারকে ডেকে দেখানো হলে ও ছবি তুলতে গেলে রেস্টুরেন্টটির ওয়েটাররা অতিথিদের সাথে দুর্ব্যাবহার করেন বলে জানা যায়। শুক্রবার (১৯ আগস্ট) এই অভিযোগ জানান রেস্টুরেন্টে পরিবার নিয়ে খাবার খেতে যাওয়া তুষার। তিনি জানান, আমি দুপুরে আমার পুরো পরিবার নিয়ে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর থেকেই আমাদের সাথে একজন ওয়েটার খুব রাফ ব্যবহার শুরু করে। পরবর্তীতে খাবার খাওয়ার সময় অর্ধেক খাবারের পর আমরা খাবারের মধ্যে তেলাপোকা দেখতে পাই। পরে খাবারে তেলাপোকা কেন ওয়েটারদের কাছে জিজ্ঞাস করলে তারা আমাদের সরি বলে বিষয়টি দফারফা করার চেষ্টা করেন। এ বিষয়ে গ্রান্ডহল রেস্টুরেন্টের মালিক মিনার জানান, আমি আজ রেস্টুরেন্টে যাইনি। বিষয়টি আমার জানা নেই। তবে আমি খোঁজ নিয়ে দেখছি। এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, কেউ লিখিত অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।