রূপগঞ্জ সংবাদদাতা
রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহŸায়ক শরীফ আহম্মেদ টুটুলের বিরুদ্ধে কেন্দ্রে তথ্য প্রমাণসহ লিখিত অভিযোগ দিয়েছেন দলটির উপজেলার নেতারা। মঙ্গলবার (২৩ আগস্ট) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর টুটুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে লিখিত অভিযোগ জানান দাউদপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, ২০০২ সালে বিএনপির সমর্থন নিয়ে দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন শরীফ আহম্মেদ টুটুল। নির্বাচত হওয়ার পর পরই স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও রয়েছে চাঁদাবাজি, পূর্বাচলের প্লট জালিয়াতি, জমি দখলসহ নানা অভিযোগ। অভিযোগে উল্লেখ করা হয়, টুটুল এলাকায় নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু হিসেবে পরিচয় দেন বলে জানা গেছে। দলীয় কর্মসূচিতে সক্রিয় না থাকলেও বিএনপির এক সিনিয়র নেতাকে মোটা অংকের টাকা দিয়ে ইউনিয়ন বিএনপির পদ বাগিয়ে নিয়েছেন বলে জানা গেছে। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না নিয়ে আওয়ামী লীগের সাথে আঁতাত করে নির্বাচন করেছেন এই নেতা। অভিযোগের অনুলিপি দেয়া হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান, মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহŸায়ক মনিরুল ইসলাম রবি, সদস্য সচিব মামুন মাহমুদ, রূপগঞ্জ উপজেলা বিএনপির আহŸায়ক মাহফুজুর রহমান হুমায়ুন, সদস্য সচিব বাছির উদ্দিন বাচ্চুকে। এ ব্যাপারে দ্রæত কেন্দ্রের পদক্ষেপ কামনা করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।