সোনারগাঁ সংবাদদাতা
সোনারগাঁয়ে মাদক সেবনে বাধা দেওয়ায় এক কৃষককে পিটিয়ে মারাত্মকভাবে জখম করেছে মাদক সেবনকারীরা। আহত কৃষক মতিন (৩৮) কে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় শনিবার (২৭ আগস্ট) দুপুরে আহত কৃষকের স্ত্রী বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন। বুধবার (২৪ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার সনমান্দি ইউনিয়নের বাউইলা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার সনমান্দি ইউনিয়নের পূর্ব সনমান্দি এলাকার কৃষক মতিন তার বাড়ির সামনে একটি জমিতে কৃষিকাজ করে। মতিনের কৃষি জমি লাউ খেতে প্রায় সময়ই ওই এলাকারই মাদক ব্যবসায়ী ও সেবনকারী আয়নাল হক ও ফজলুল হক তার সাঙ্গপাঙ্গ নিয়ে ইয়াবা সেবন করে। এতে কৃষক মতিন মাদক সেবনে বাধা দেয়। এ নিয়ে কৃষক মতিনের সাথে মাদক সেবনকারীদের বিরোধ চলে আসছে। প্রায় সময় মাদক সেবনকারীরা কৃষক মতিনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। বুধবার রাত ৮টার দিকে সনমান্দির বাউইলা পুকুরপাড় এলাকায় একটি চায়ের দোকানে চা পান করছিল। এসময় মাদকসেবনকারী আয়নাল ও ফজলুল কৃষক মতিনকে ওই দোকান থেকে পার্শ্ববর্তী স্থানে ডেকে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে কৃষক মতিনের ওপর হামলা চালায়। তারা লোহার এঙ্গেল ও কাঠের বাটাম দিয়ে মতিনকে পিটিয়ে মারাত্মককভাবে জখম করে। আহত মতিন চিৎকার করে এলাকার লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী মতিনকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় শনিবার দুপুরে আহত কৃষকের স্ত্রী রীমা আক্তার বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করে। আহত কৃষক মতিনের স্ত্রী রীমা আক্তার জানান, তার স্বামী একজন সাধারণ কৃষক। কৃষি কাজ করে তারা জীবন নির্বাহ করে। এ বছর বাড়ির পাশে কৃষিজমিতে লাউ চাষ করে। তার স্বামী দিনে বেশীর ভাগ সময়ই জমিকে কাজ করে। জমির লাউ খেতে ওই এলাকারই মাদক ব্যবসায়ী ও সেবনকারী আয়নাল হক ও তার ভাই ফজলুল হক তাদের সাঙ্গপাঙ্গ মাদকসেবনকারীদের নিয়ে মাদক সেবন করে। এতে আমার স্বামী বাধা দিলে তারা আমার ছেলে ইমন (৮) কে ও আমার স্বামীকে প্রাণনাশের হুমকি দেয়। বুধবার তারা আমার স্বামীকে অস্ত্র দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। এলাকাবাসী জানান, আয়নাল হক ও ফজলুল হক তারা ২ ভাই এলাকায় মাদক ব্যবসা ও সেবন করে আসছে অনেকদিন ধরে। কেউ বাধা দিলে মারধর ও প্রাণ নাশের হুমকি দেয়। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, কৃষকের ওপর হামলার ঘটনায় একটি অভিযোগ নেয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।