সোনারগাঁ সংবাদদাতা
কেমিক্যাল ও পানি মিশিয়ে তৈরি হয়েছে দুধ। সেই ভেজাল দুধ বিক্রির উদ্দেশ্যে বাজারে এনেছিলেন। সোনারগাঁউপজেলার স্যানিটারী ইন্সপেক্টর বিক্রিত দুধ পরীক্ষা করে জানতে পারেন, দুধে ভেজাল। সোনারগাঁয়ের মোগরাপাড়া বাজারে সোমবার (২৯ আগস্ট) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। অভিযানের নেতৃত্ব দেন নিরাপদ খাদ্য পরিদর্শক প্রসিকিউটিং কর্মকর্তা মুরশিদ মো. মোশারফ হোসেন। সরেজমিনে জানা যায়, উপজেলার বিভিন্ন বাজারে দীর্ঘদিন যাবৎ এক শ্রেণির অসাধু ব্যবসায়ী শিশুদের খাদ্য একমাত্র গরুর দুধে কেমিক্যাল ও পানি মিশিয়ে বিক্রি করে আসছিল। নিরাপদ খাদ্য পরিদর্শক মোশরফ হোসেন মোগরাপাড়া বাজার কমিটির সহযোগিতায় ১০ অসাধু নকল গরুর দুধ ব্যবসায়ীদের আটক করেন। পরে তাদের সতর্ক করে ভবিষ্যতে আর নকল দুধ বিক্রি করবে না মর্মে মুচলেকা দিয়ে ছেড়ে দেন। উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর কাম পরিদর্শক প্রসিকিউটিং কর্মকর্তা মুরশিদ মো. মোশারফ হোসেন বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় আমরা ভেজাল বিরোধী অভিযানে নেমেছি। বাজার থেকে নকল ও ভেজাল দুধ যাতে আর বিক্রি করতে না পারে সেজন্য আপনাদের সকলকে এগিয়ে আসতে হবে। এসময় মোগরাপাড়া বাজার কমিটির হাজী ইমানআলী, বাজার কালেক্টর সামছু মিয়া, মো. আবুল কাশেম, নুর মোহাম্মদসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।