সোনারগাঁ সংবাদদাতা
সোনারগাঁয়ে চুন কারখানা ও খাবার হোটেলসহ ৩ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সাথে মিষ্টি তৈরির একটি কারখানাকে জরিমানা করা হয়েছে নগদ ৫০ হাজার টাকা।তিতাসের কর্মকর্তাদের নিয়ে মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার নোয়াইল ও মোগরাপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনারগাঁ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম জানান, অভিযানের শুরুতেই নোয়াইল এলাকায় একটি চুন কারখানাসহ ৩ কিলোমিটার এলাকা বিস্তৃত ৩ হাজার অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে মোগরাপাড়া এলাকায় ২টি খাবার হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর দায়ে একটি মিষ্টির দোকানের কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর সোনারগাঁ আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ আলম জানান, সোনারগাঁ উপজেলায় প্রায় ৩০ হাজার অবৈধ গ্যাস সংযোগ চিহ্নিত করে এ পর্যন্ত ৪ হাজার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পর্যায়ক্রমে এই উপজেলার সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।