Logo
HEL [tta_listen_btn]

না’গঞ্জ প্রেসক্লাব স্থায়ী সদস্য পদ পেলেন সানি ‘দেশের আলো’ সম্পাদকের কৃতজ্ঞতা প্রকাশ 

না’গঞ্জ প্রেসক্লাব স্থায়ী সদস্য পদ পেলেন সানি ‘দেশের আলো’ সম্পাদকের কৃতজ্ঞতা প্রকাশ 

নিজস্ব সংবাদদাতা
মঙ্গলবার (৩০ আগস্ট) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির অনুষ্ঠিত সভায়সর্বসম্মত সিদ্ধান্তক্রমে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৮জন সাংবাদিককে স্থায়ী সদস্যপদ প্রদান করা হয়েছে। ২০২১ সালের ২৩ আগস্ট অনুষ্ঠিত সভায় ৮ জন সাংবাদিককে তাদের আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই শেষে সর্বসম্মত সিদ্ধান্তক্রমে প্রাথমিক সদস্য পদ প্রদান করা হয়েছিল। ক্লাব গঠনতন্ত্র অনুযায়ী এক বছর পূর্ণ হবার পর তারা ক্লাবের নির্ধারিত আবেদন ফরমে স্থায়ী সদস্য পদের জন্য আবেদন করেন। সভায় তাদের বিগত এক বছরের সার্বিক আচার আচরণ সন্তোষজনক বলে প্রতীয়মান হয়। পরে তাদের আবেদনের সাথে সংযুক্ত সকল কাগজপত্র সম্পন্ন থাকায় ক্লাবের স্থায়ী সদস্যপদ প্রদান করা হয়। স্থায়ী সদস্যপদ প্রাপ্তরা হলো, দৈনিক দেশের আলো’র সম্পাদক আনিসুল ইসলাম সানি, আরটিভি’র জেলা প্রতিনিধি আনোয়ার হাসান, দৈনিক কালের কন্ঠ’র জেলা প্রতিনিধি দিলীপ কুমার মন্ডল, সময় টেলিভিশন’র জেলা প্রতিনিধি শওকত আলী সৈকত, ইন্ডিপেন্ডেন্ট টিভি’র জেলা প্রতিনিধিহাসানউল রাকিব, দৈনিক ইনকিলাব’র সহ-সম্পাদকজামাল উদ্দিন বারি, বাংলা ভিশন’রসিনিয়র রিপোর্টার মোহাম্মদ জিয়াউর রহমান খান ও এটিএন বাংলার স্টাফ রিপোর্টার শফিউল আলম।
কৃতজ্ঞতা প্রকাশ
স্থায়ী সদস্য পদ পাওয়ায় দৈনিক দেশের আলো’র সম্পাদক আনিসুল ইসলাম সানি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com