আড়াইহাজার সংবাদদাতা
আড়াইহাজারে বসত বাড়িতে ডাকাতদলের হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় ডাকাত দলকে বাধা দিতে গেলে একই পরিবারের ৩ জনকে উপর্যুপরি কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে জখম করা হয়েছে। তাদের উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলো, হামিদ (৬০), তার স্ত্রী মনোয়ারা বেগম ও মেয়ে লিপি আক্তার। এদের মধ্যে লিপি আক্তারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বুধবার (৩১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ক্ষিরদাসাদী এলাকায় এ ঘটনা ঘটে। আহত লিপি আক্তার অভিযোগ করেন, রাত ২টার দিকে ৭-৮ জনের একদল মুখোশ পরিহিত ডাকাতদল তাদের বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে তাদের বাধা দিতে গেলে লিপিকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে তার পায়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। পরে তিনি ঘর থেকে বের হয়ে দৌঁড়ে আশপাশের লোকজনকে ডাকাডাকি করেন। এসময় ডাকাতদল তার মা মনোয়ারা বেগম ও বাবা হামিদকে পিটিয়ে জখম করে স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পুরো এলাকায় আতংক বিরাজ করছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক হাওলাদার বলেন, ডাকাতদের গ্রেফতারসহ মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।