ফতুল্লা সংবাদদাতা
জামিনে বেরিয়ে এসে আবারও মাদক ব্যবসায় সক্রিয় হয়ে পড়েছে এক ডজনেরও বেশী মাদক মামলার আসামী ফতুল্লার র্শীষ মাদক ব্যবসায়ী পারভীন ওরফে নাইট পারভীন। ফতুল্লার মাদক সম্রাজী পারভীন ওরফে নাইট পারভীন ফতুল্লা মডেল থানার লালপুরের জমাদ্দারের মেয়ে। পারভীন জেলা গোয়েন্দা পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত লিপু ওরফে বোমা লিপুর স্ত্রী হিসেবে সর্বক্ষেত্রে পরিচিত। তবে তিনি বিয়ে করেছেন ৪ থেকে ৫টি। এরা আবার সকলেই মাদক ব্যবসায়ী। পারভীন ওরফে নাইট পারভীন তার মাদক বাজার নিয়ন্ত্রণে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)এর সোর্স পরিচয় বহন করে থাকে। তার মাদক ব্যবসা পরিচালনা ও মাদক বহনে একাধিক নারীসহ ১০/১৫ জন কিশোর রয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। সূত্রটির দাবি, পারভীন ওরফে নাইট পারভীন জেলার আলোচিত মাদক স্পট চানমারী এলাকায় মাদক (হেরোইন) পাইকারিভাবে সরবরাহ করে থাকে। বর্তমানে সে ফতুল্লার রেলস্টেশন, ব্যাংক কলোনী, জোড়পুল,আলীগঞ্জ মাদ্রাসা, বালুর মাঠসহ আশপাশের এলাকার খুচরা মাদক বিক্রেতাদের নিকট মাদক সরবরাহ করে আসছে। সর্বশেষ নাইট পারভীন ১৮ আগস্ট পাগলা নন্দলালপুর থেকে ফতুল্লা মডেল থানা পুলিশের হাতে গ্রেফতার হয়। দু’দিন যেতে না যেতেই সে জামিনে বেরিয়ে এসে সক্রিয় হয়ে পরে মাদক ব্যবসায়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।