Logo
HEL [tta_listen_btn]

পুলিশি পাহারায় শাওনের লাশ দাফন

পুলিশি পাহারায় শাওনের লাশ দাফন

ফতুল্লা সংবাদদাতা
পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে নিহত শাওনের মরদেহ পুলিশি পাহারায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার নবীনগর শাহওয়ার আলী উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে নবীনগর কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) নিহতের বড় ভাই মিলন প্রধান এবং মামা মোতাহার হোসেনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শাওনের মরদেহ বাড়িতে আনা হয়। এসময় স্বজনদের মধ্যে আহাজারি শুরু হয়। পরে প্রতিবেশীরা তাদের বুঝিয়ে শান্ত করেন। শাওনের শোকাহত মা ফরিদা বেগম বলেন, আমার স্বামী সাহেব আলী মারা যাওয়ার পর বড় ছেলেটাও অসুস্থ হয়ে মারা যায়। এরপর ৩ ছেলে কাজ করে সংসার চালায়। শাওন কোনো রাজনীতি করতো না। বাড়ির কাছে শহিদুল্লাহর ওয়ার্কশপে কাজ করতো। সকালে কাজে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় সে।
নয়াপল্টনে গায়েবানা জানাজা
নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চলাকালে বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত যুবদল কর্মী শাওনের গায়েবানা জানাযায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) বাদ জুম’আ রাজধানীর নয়াপল্টনে বিএনপির পার্টি অফিসের সামনে নিহত যুবদল কর্মী শাওনের জানাযা অনুষ্ঠিত হয়েছে। গায়েবানা জানাজা পরিচালনা করেন, জাতীয়তাবাদী ওলামা দলের আহŸায়ক মাওলানা নেছার উদ্দিন। জানাযা শেষে নিহত শাওনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। এতে উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জানাযায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহŸায়ক মনিরুল ইসলাম রবি, সিনিয়র যুগ্ম আহŸায়ক নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, জেলা বিএনপির আহŸায়ক কমিটির যুগ্ম আহŸায়ক আব্দুল হাই রাজু, সদস্য মোশাররফ হোসেন, রুহুল আমিন শিকদার, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক, মহানগর যুবদলের আহŸায়ক মমতাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম আহŸায়ক সাগর প্রধান, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, আরিফুজ্জামান ইমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাধারণ সম্পাদক মাহবুব রহমান, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালু, আড়াইহাজার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বাচ্চু, আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, মহানগর যুবদল নেতা সাইফুল ইসলাম আপন, শেখ মোহাম্মদ অপুসহ জেলা ও মহানগর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
নোয়াখালীতে গায়েবানা জানাজা
নারায়ণগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত যুবদল কর্মী মো.শাওন প্রধানের গায়েবানা জানাযা নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলার মাইজদী শহরস্থ নোয়াখালী জেলা জামে মসজিদ প্রাঙ্গণে এ জানাযা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু নাছের, নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু, জেলা কৃষকদলের সভাপতি ফজলে এলাহী পলাশ, সদর উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রহিম রিজবীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com