Logo
HEL [tta_listen_btn]

পরোটা ভাজতে দেরি হওয়ার জের  বন্দরে মিষ্টির দোকান ভাংচুর

পরোটা ভাজতে দেরি হওয়ার জের  বন্দরে মিষ্টির দোকান ভাংচুর

বন্দর সংবাদদাতা
বন্দরে পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকায় পরোটা ভাজতে দেরি করায় হালিম(৬০) এক বৃদ্ধ শ্রমিককে পিটিয়ে গুরুতর আহতসহ দোকানের গøাস ভাংচুরের অভিযোগ উঠেছে একই এলাকার মাদকসেবী বাবুল মিয়ার বিরুদ্ধে। রোববার (৫ সেপ্টেম্বর) সকালে পুরান বন্দর চৌধুরীবাড়ি সঞ্জিত ঘোষের মিষ্টির দোকানে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ওই মিষ্টির দোকানের মালিক সঞ্জিত ঘোষ বাদি হয়ে বাবুল মিয়াকে আসামী করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। জানা গেছে, বন্দর ইউনিয়নস্থ পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকায় রোববার সকাল ৯টার দিকে সঞ্জিত ঘোষের মিষ্টির দোকানে পরোটা কিনতে আসে একই এলাকার মাদকসেবী মো. বাবুল মিয়া। দোকানে প্রচন্ড ক্রেতার ভিড় থাকায় পরোটা তৈরি করার শ্রমিক হালিম মিয়া ক্রেতা বাবুলকে একটু অপেক্ষা করতে বলে। এসময় কেন দেরি হবে বলে বাবুল ক্ষেপে গিয়ে ওই শ্রমিক হালিম মিয়াকে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। শ্রমিক হালিম ও আলম প্রতিবাদ করলে বাবুল মিয়া উভয় শ্রমিককেই চরথাপ্পর মারতে থাকে। একপর্যায়ে বাবুল মিয়া উত্তেজিত হয়ে দোকানের গøাস ভাংচুর করে তাদের লাঠি দিয়ে পেটাতে থাকে। আহত শ্রমিকদের চিৎকারে আশপাশের লোক এগিয়ে এসে শ্রমিকদের প্রাথমিকভাবে চিকিৎসা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com