ফতুল্লা সংবাদদাতা
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বেকারীকে এক লাখ টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লার তক্কারমাঠে আবদুল্লাহ সুইটস এন্ড বেকারীকে অবৈধ প্রক্রিয়ায় ব্রেড তৈরি, মূল্য তালিকা না দেওয়া, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পণ্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় ১ লাখ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দিয়েছেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারি পরিচালক মো. সেলিমুজ্জামান। এসময় ক্যাব প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।