নিজস্ব সংবাদদাতা
ফতুল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, শিশু সংগঠক, সিনিয়র সাংবাদিক আনিসুজ্জামান অনু আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৪ বছর। তিনি স্ত্রীসহ এক মেয়ে ও এক ছেলে রেখে মৃত্যুবরণ করেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর মগবাজার হলি ফ্যামিলি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসকধীন ছিলেন। বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি সেলিম মুন্সি জানায়, দীর্ঘদিন যাবৎ তিনি কিডনি জনিত রোগে ভুগছিলেন।মঙ্গলবার দুপুর আড়াইটায় ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বাদ মাগরিব ফতুল্লা শিয়াচরস্থ নুর মসজিদে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। বাদ এশা দ্বিতীয় জানাযা তার গ্রামের বাড়ি নবীগঞ্জ কদম রসুল দরগায় অনুষ্ঠিত হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের শোক
ফতুল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আনিসুজ্জামান অনুরমৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে ক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকআহসান সাদিক গভীর শোক প্রকাশ করেছেন। সেইসাথে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ফতুল্লা প্রেসক্লাবের শোক
ফতুল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, শিশু সংগঠক, সিনিয়র সাংবাদিক আনিসুজ্জামান অনুর
মৃত্যুতে ফতুল্লা প্রেসক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে ক্লাবের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক নিয়াজ মোহামদ মাসুম গভীর শোক প্রকাশ করেছেন। সেই সাথে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সাংবাদিক ইউনিয়নের শোক
নারায়ণগঞ্জের তরুণ সাংবাদিক আনিসুজ্জামান অনুর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন। এক শোক বার্তায় সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম ও সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মিথ জানান, নারায়ণগঞ্জের সাংবাদিক মহলের অতি পরিচিত মুখ অনুর আকস্মিক মৃত্যুর ফলে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার এ মৃত্যুতে শোক প্রকাশ করে মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করুক এই প্রার্থনা করছি। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। উল্লেখ্য, সাংবাদিক আনিসুজ্জামান অনু চিকিৎসার জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হতে প্রাপ্ত ২ লাখটাকা তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।