ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লার সাংবাদিক নেতা আনিসুজ্জামান অনুর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা মালিকদের সংগঠন নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশন। নারায়ণগঞ্জ ক্লাবের সভা কক্ষে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত সভা থেকে প্রস্তাব আনা হয়। একই সাথে তার বিদেশী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়েছে। সংগঠনের সভাপতি দৈনিক ডান্ডিবার্তা’র প্রকাশক ও সম্পাদক হাবিবুর রহমান বাদলের সভাপতিত্বে সভা শুরু হয়। এটি ছিল সংগঠনের নতুন কার্যকারী কমিটির প্রথম বৈঠক। সভায় সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে কমিটির সদস্যরা মুক্ত আলোচনা এবং বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোকপাত করেন। বিশেষ করে নারায়ণগঞ্জ থেকে প্রকাশিক দৈনিক পত্রিকা মালিকরা আগামীতে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। পাশাপাশি পত্রিকা মালিকদের এই সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন জনহীতকর ও সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহণ করার ব্যাপারেও সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ (প্রকাশক ও সম্পাদক, দৈনিক নারায়ণগঞ্জের আলো) এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, কার্যকারী সদস্য আরিফ আলম দীপু (সম্পাদক ও প্রকাশক, দৈনিক শীতলক্ষা), আবু সাউদ মাসুদ (সম্পাদক ও প্রকাশক, দৈনিক সোজা সাপটা), এস এম ইকবাল রুমি (সম্পাদক ও প্রকাশক, দৈনিক খবর প্রতিদিন), আনিসুল ইসলাম সানি (সম্পাদক ও প্রকাশক, দৈনিক দেশের আলো), যুগ্ম সম্পাদক জাফর আহমেদ (সম্পাদক ও প্রকাশক, দৈনিক জন্মভুমি), কোষাধ্যক্ষ আলহাজ্ব ফয়েজ উদ্দিন আহমেদ লাভলু (প্রকাশক ও সম্পাদক, দৈনিক সবার কন্ঠ) ও সম্মানিত সদস্য স্বপন কুমার পোদ্দার (সম্পাদক ও প্রকাশক, দৈনিক অগ্রবাণী প্রতিদিন)।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।