রূপগঞ্জ সংবাদদাতা
রূপগঞ্জে ছিনতাকারীর ছুরিকাঘাতে মো. আব্দুল কাদের (৪৫) নামের এক অটো রিকশাচালক আহত হয়েছেন। সে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক-কান-গলা বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন। আহতের সহকর্মী মহিন জানান, শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রূপগঞ্জের পূর্বাচল ৩শ’ ফিট নীরা মার্কেট এলাকা থেকে যাত্রীবেশে কাদেরের অটোরিকশায় ওঠে এক ব্যক্তি। একপর্যায়ে ওই ব্যক্তি কাদেরের গলায় ধারালো ছুরি দিয়ে পোঁচ দেন। আব্দুল কাদের রূপগঞ্জ উপজেলার তেলাবো এলাকায় থাকেন বলে জানা গেছে। ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, চিকিৎসা শেষে কাদেরকে শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।