Logo
HEL [tta_listen_btn]

নাশকতা মামলা………….বিএনপির ১৫ নেতাকর্মীর হাজিরা

নাশকতা মামলা………….বিএনপির ১৫ নেতাকর্মীর হাজিরা

নিজস্ব সংবাদদাতা
হরতালে নাশকতার ২ মামলায় কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদসহ মহানগর বিএনপি ও যুবদলের ১৫ নেতাকর্মী আদালতে হাজিরা দিয়েছেন। রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দেন নেতাকর্মীরা। একই সময় যুগ্ম জজ আদালতে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন নাশকতার আরেক মামলায় ২ পুলিশ সদস্য সাক্ষ্য দিয়েছেন। জানা যায়, ২০১২ সালে বিএনপির ডাকে হরতাল কর্মসূচিতে নাশকতার অভিযোগে দায়েরকৃত মামলায় পূর্বনির্ধারিত তারিখে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ সদস্য সোহেল রানা ও আসলাম মিয়ার সাক্ষ্য নেওয়া হয়। একই সঙ্গে ২০১৭ ও ২০১৮ সালে বিএনপির ডাকে রাজনৈতিক কর্মসূচিতে নাশকতার অভিযোগে দায়েরকৃত ২টি মামলায় আদালতে হাজিরা দেন বিএনপি নেতারা। তারা হলো, বিএনপি নেতা জয়নাল, আনোয়ার মাহমুদ বকুল, শোখন, যুবদল নেতা রশিদুর রহমান রশু, রিয়াদ, দিপু চৌধুরী, জুয়েল রানা, ইউনুস খান বিপ্লবসহ শ্রমিকদলের মোট ১৫ জন। বিএনপি নেতাদের পক্ষের আইনজীবী এড. বোরহান উদ্দিন জানান, হরতালের নাশকতার অভিযোগে দায়ের করা ২টি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপি নেতারা। এসময় ১টি মামলায় ২ পুলিশ সদস্যের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, এসব মামলা রাজনৈতিক। নাশকতার যেসব অভিযোগ আমাদের বিরুদ্ধে আনা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com