Logo
HEL [tta_listen_btn]

সপ্তাহের বাজার দর  ফের মুরগী-ডিম-সবজির মূল্যবৃদ্ধি

সপ্তাহের বাজার দর  ফের মুরগী-ডিম-সবজির মূল্যবৃদ্ধি

দেশের আলো রিপোর্ট
নারায়ণগঞ্জ শহরে গত সপ্তাহের ব্যবধানে বাজারে দাম বেড়েছে মুরগি, সবজি ও ডিমের। তবে অপরিবর্তিত আছে অন্য সব দ্রব্যমূল্য। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে শহরের দ্বিগুবাবুর বাজার ঘুরে এসব চিত্র উঠে এসেছে। বাজারে বেড়েছে সবজির দাম। কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা। শসা প্রতিকেজি বিক্রি হচ্ছে ৯০ টাকায়। লম্বা বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৭০ টাকা। গোল বেগুন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১শ’ টাকা। টমেটো বিক্রি হচ্ছে ১শ’ ৩০ টাকা। বাজারে সিমের কেজি ১শ’ ৬০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে সিমের কেজি ছিল ২শ’ ৪০ টাকা, করলা ৮০ টাকা, চাল কুমড়া পিস ৬০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়, মিষ্টি কুমড়ার কেজি ৫০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পটল ৬০ টাকা, ঢেঁড়স ৭০ টাকা, কচুর লতি ৮০, পেঁপের কেজি ৪০, বটবটির কেজি ৯০ এবং ধুনধুলের কেজি ৬০ টাকা। বাজারে কাঁচামরিচের প্রতিকেজি বিক্রি হচ্ছে ১শ’থেকে ১শ’ ২০ টাকায়। এছাড়া কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। লেবুর হালি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা। শুকনা মরিচের কেজি ৪শ’ থেকে ৪শ’ ৫০ টাকা। এছাড়া, বাজারে আলুর কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকায়। পেঁয়াজের দাম কমেছে। দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি। ভারতীয় পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকা। এসব বাজারে রসুনের কেজি ৪০ থেকে ৪৫ টাকা। বাজারে চায়না রসুন বিক্রি হচ্ছে ১শ’ ৪৫ থেকে ১শ’ ৫০ টাকা। আদার কেজি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১শ’ ১০ টাকায়। দ্বিগুবাবুর বাজারের বিক্রেতা মো. আল-আমিন বলেন, বৃষ্টি আর সাপ্লাই কম থাকায় সবজির দাম বেড়েছে। বাজারে সবজির সরবরাহ বাড়লে আবার দাম কমে যাবে।বাজারে খোলা চিনি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৯০ টাকায়। এছাড়া প্যাকেট চিনি কেজি বিক্রি হচ্ছে ৯৫ টাকায়। লালা চিনির কেজি বিক্রি হচ্ছে ১শ’ টাকায়। দেশি মুশুরের ডালের কেজি ১শ’ ৩০ টাকা। ইন্ডিয়ান মুশুরের ডালের কেজি ১শ’ টাকায়। লবণের কেজি বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকা। বাজারে দামে ভোজ্যতেল বিক্রি হচ্ছে ১শ’ ৯৫ টাকায়।বাজারে বেড়েছে ডিমের দাম। ফার্মের মুরগির লাল ডিমের দাম বেড়ে ডজন বিক্রি হচ্ছে ১শ’ ৪০ থেকে ১শ’ ৪৫ টাকা। বাজারে হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১শ’ ৯০ থেকে ২শ’ ১০ টাকা। দেশি মুরগির ডিমের ডজন ২শ’ ২০ টাকা। ডিম বিক্রেতা সবুর আলী বলেন, বৃষ্টি আর উৎপাদন কমের অজুহাতে বেড়েছে ডিমের দাম। সিন্ডিকেট ডিমের দাম বাড়াচ্ছে। সরকার আবার ব্যবস্থা নিলে ডিমের দাম কমে যাবে। বাজারে গরুর মাংসের কেজি ৬শ’ ৬০ থেকে ৬শ’ ৮০ টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে ৯শ’ টাকায়। বাজারে ব্রয়লার মুরগির দাম বেড়েছে। ব্রয়লার কেজি বিক্রি হচ্ছে ১শ’ ৭০ থেকে ১শ’ ৮০ টাকা। একদিন আগেও ব্রয়লার মুরগি বিক্রি হয়েছিল ১শ’ ৬০ টাকা কেজি। ২০ টাকা দাম বেড়ে সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩শ’ থেকে ৩শ’ ২০ টাকায়। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২শ’ ৭০ থেকে ২শ’ ৮০ টাকায়। দ্বিগুবাবুর বাজারের মুরগি বিক্রেতা মোশারফ মিয়া বলেন, মুরগির উৎপাদন ও সাপ্লাই কম থাকায় দাম বেড়েছে। এছারও দাম বাড়ার আরেক কারণ হচ্ছে বৃষ্টি। বৃষ্টির কারণে বাজারে মুরগির সাপ্লাই কম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com