হোমনা সংবাদদাতা
কুমিল্লার হোমনায় ২ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় সঙ্গীয় একাধিক মাদক ও ধর্ষণ মামলাসহ ২ জন পলাতক আসামী পালিয়ে গেছে। গ্রেফতারকৃতমো. রফিকুল ইসলাম প্রকাশ নবী (৩৮) উপজেলার দ্বাড়িগাঁও গ্রামের আবদুল বাতেনের ছেলে। থানা সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে এর আগে আরও দু’টি মাদক মামলা রয়েছে। মাদক মামলায় বুধবার (২১ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গ্রেফতার রফিকুল ইসলাম নবীসহ আরও দু’জন গোয়ারীভাঙা ব্রিজের ওপর গাঁজা নিয়ে বিক্রির উদ্দেশ্যে দাঁড়িয়ে আছেন। গোপণ সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার এবং শরীর তল্লাশী করে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় গোয়ারীভাঙা গ্রামের কালা মিয়ার ছেলে মো. নবী এবং মাদক ও ধর্ষণ মামলাসহ ৮ মামলার পলতাক আসামী দ¦াড়িগাঁও গ্রামের হাসান আলীর ছেলে মো. সুমন পালিয়ে যায়। এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ২ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামী আটক রফিকুল ইসলাম প্রকাশ নবীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া অপর আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।