রূপগঞ্জ সংবাদদাতা
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রূপগঞ্জে রাকিব হাসান (২২) নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। বুধবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার গোলাকান্দাইল হাট সংলগ্ন কাঠপট্টি এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত রাকিব হাসান উপজেলার গোলাকান্দাইল এলাকার হারুন মিয়ার ছেলে। এদিকে রাকিব হত্যাকারীদের দ্রæত গ্রেফতারের দাবিতে রাতে বিক্ষোভ করেছে এলাকাবাসী ও স্বজনরা। হত্যাকান্ডকে কেন্দ্র করে একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়া। এতে এলাকায় আতঙ্ক ও তীব্র উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাহাবুবুর রহমান জানান, রাত ৯টার দিকে গোলাকান্দাইল হাট সংলগ্ন কাঠপট্টি এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে রকিব হাসানের উপর হামলা চালায়।ধারালো অস্ত্রের আঘাতে রাকিবের বাম হাতটি প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে পরিবার ও স্থানীয় লোকজন রাকিব হাসানকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করে। প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার চাঁদাবাজি, মাদক ব্যবসা, পরিবহনের চাঁদাবাজিসহ বিভিন্ন আধিপত্য বিস্তার নিয়ে গোলাকান্দাইল ইউনিয়ন শ্রমিকলীগ নেতা দেলোয়ার হোসেনের সঙ্গে রাকিব হাসানের বিরোধ চলছিল। এর জের ধরেই রাত দেলোয়ার হোসেনসহ তার বাহিনীর সন্ত্রাসীরা মোরসাইকেল যোগে এসে প্রকাশ্যে হত্যাকান্ড ঘটিয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ বলেন, হত্যাকান্ডের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।