Logo
HEL [tta_listen_btn]

ঢাবিতে ছাত্রদলের ওপর হামলা জেলা ছাত্রদলের বিক্ষোভ

ঢাবিতে ছাত্রদলের ওপর হামলা জেলা ছাত্রদলের বিক্ষোভ

সোনারগাঁ সংবাদদাতা
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এ ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজিবের নেতৃত্বে এশিয়ান হাইওয়ে সড়কে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল। বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা-সোনারগাঁ এশিয়ান হাইওয়ে সড়কে বিক্ষোভ মিছিল করে জেলা ছাত্রদল। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজিব বলেন, মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত কমিটির ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অবস্থানকালে এবং ভিসিকে শুভেচ্ছা জানানোর বিনা উস্কানিতে ছাত্রলীগের ক্যাডাররা হামলা চালিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের রক্তাক্ত করে।
এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি আরো বলেন,এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের হাতে আমাদের বহু নেতাকর্মী খুন হয়েছে, আহত হয়েছে।এভাবে আর চলতে দেয়া যায়না।এখন থেকে সর্বক্ষেত্রে প্রতিরোধ করা হবে। ছাত্রলীগের ঐ সকল গুন্ডাবাহিনীদের প্রতিরোধ করার জন্য নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরাই যথেষ্ট। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি সুলতান মাহমুদ, মাসুদুর রহমান মাসুদ, সোনারগাঁ থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুল রাজ, ফরহাদ, সোনারগাঁ ডিগ্রি কলেজের আহবায়ক আব্দুর রহিম, মুড়াপাড়া কলেজের আহবায়ক কমিটির সদস্য সচিব আকবসহ অসংখ্য নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com