নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি) এর মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, শেখ হাসিনা নারী জাগরণের অগ্রদূত। তার সরকার নারী জাগরণে অগ্রণী ভুমিকা পালন করছেন। তিনি বাংলাদেশের পিছিয়ে পড়া নারীদেরকে যেভাবে এগিয়ে নিয়ে এসেছেন তার অবদান বলে শেষ করা যাবেনা।১৯৯৭ সালে তিনি একটি আইন করেছিলেন, নির্বাচনে নারীরা অংশগ্রহণ করতে পারবে সংসদ, ইউনিয়ন ও সিটি কর্পোরেশন নির্বাচনে। তারই ধারাবাহিকতায় নারীরা জনপ্রতিনিধি হিসেবে কাজ করছে।এসময় মেয়র আইভী প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ‘শেখ মুজিব আমার পিতা’ বই সম্পর্কে বলতে গিয়ে নারায়ণগঞ্জের রাজনীতি সম্পর্কেও তুলে ধরেন। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জে আদমজীনগর এমডবিøউ উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে মিলাদ, দোয়া, কেক কাটাসহ বীর মুক্তিযোদ্ধা ও নারী শিক্ষকদের শেখ হাসিনার লেখা বই উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং এনসিসি ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. মিজানুর রহমান খাঁন রিপনের সার্বিক তত্বাবধানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান ভুইয়া জুলহাস, মুক্তিযোদ্ধা এহসান কবির রমজান, দৈনিক সংবাদের চিফ রিপোর্টার সালাম জোবায়ের, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সদস্য সাদেকুর রহমান, সফর আলী ভুইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকিয়া আলী ভুইয়া, ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, সংরক্ষিত নারী কাউন্সিলর মিনোয়ারা মিনু, মনোয়ারা বেগম, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা হাজী শফিকুল ইসলাম, এমডবিøউ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রওশন আরা, ৯৫নং এমডবিøউ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার, বীর মুক্তিযোদ্ধা হাজী সেকান্দার আলীসহ ৩৭ জন বীর মুক্তিযোদ্ধা। এসময় ৩৭ জন বীর মুক্তিযোদ্ধা ও ১০৫ জন নারী শিক্ষকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই উপহার দেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।