Logo
HEL [tta_listen_btn]

ডাকাতের কবলে ওসি স্পট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ার চর 

ডাকাতের কবলে ওসি স্পট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ার চর 

সোনারগাঁ সংবাদদাতা
সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতের কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন চট্টগ্রাম জোনের জোড়ারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন। ডাকাতদলের সদস্যরা তাকে কুপিয়ে গুরুতর জখমও করেছে। তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে ঢাকা থেকে চট্টগ্রামে ব্যক্তিগত গাড়িতে করে যাচ্ছিলেন আলমগীর হোসেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ার চর এলাকার মেঘনা টোল প্লাজার আগে একদল ডাকাত তার গাড়ির গতি রোধ করে। এসময় তার মোবাইল ফোনসহ টাকা-পয়সা দিয়ে দিতে বললে তাতে অসম্মতি জানান পুলিশ কর্মকর্তা। পরে ডাকাতরা তার ঘাড়ে অস্ত্রের কোপ দিতে চাইলে তিনি হাত দিয়ে আঘাত ফেরান। এরপর তাকে কুপিয়ে জখম করে সর্বস্ব ছিনিয়ে নিয়ে যায় ডাকাতরা। ঘটনার পরপরই তাকে দ্রæত নিকটস্থ হাসপাতালে এবং পরে চট্টগ্রামের হাসপাতালে ভর্তি করা হয়। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বলেন, এ ঘটনায় মামলা দায়েরের জন্য সোনারগাঁ থানায় অভিযোগ নিয়ে এসেছেন আহত ওসির প্রতিনিধি। মামলাটি সোনারগাঁ থানা থেকেই তদন্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com