Logo
HEL [tta_listen_btn]

প্রশাসনকে উৎসবের বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন

প্রশাসনকে উৎসবের বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন

দেশের আলো রিপোর্ট
সংশ্লিষ্ট প্রশাসনের নিষেধাজ্ঞা পাত্তাই দিচ্ছে না উৎসব ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সড়ক দাবড়াচ্ছেঅবৈধ উৎসব ট্রান্সপোর্ট। প্রসঙ্গত, ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে উৎসব ট্রান্সপোর্ট লিমিটেড এর বিরুদ্ধ মামলা থাকা সত্তে¡ও ঢাকা ডিএমপি থেকে মৌখিকভাবে ১০টি গাড়ির চলার অনুমোদন দেয়া হয়। কিন্তুবর্তমানে অবৈধ ভাবে চলছে ৪০টিরও অধিক গাড়ি। বিশ্বস্ত সূত্রে জানা যায়, বৈধ ও অবৈধ বাস-মিনিবাস শনাক্তকরণের জন্য শনিবার (১ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা এডিএম শাখা থেকে নির্দেশ দেওয়া হয়েছে বিআরটিএকে তারা যেন বৈধ বাস-মিনিবাসগুলোকে সিরিয়াল এর মাধ্যমে বৈধ-অবৈধ পরিবহনকে শনাক্ত করতে পারে সে জন্য পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। এবিষয়ে জেলা এডিএম শাখার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরা পিএএ জানান, শহরকে শৃঙ্খলা ফেরাতে আমরা এটা নিয়ে কাজ করছি। এবং দ্রæত্ব সমাধান আসবে।
উৎসব পরিবহন কর্তৃপক্ষ কামাল মৃধা জানান, যাত্রীদের কথা চিন্তা করে আমি ২০০২ সালে এ আধুনিক উৎসব পরিবহন নিয়ে আসি। সরকারি ভাবে ২৫/০৬/২০০৩ সালে আমি উৎসব পরিবহন বৈধ হিসেবে নিবন্ধিত পেয়ে দীর্ঘ বছর এ ব্যবসা পরিচালনার করি। পরে আমি বিদেশ চলে যাই এবং বিদেশে থাকা অবস্থায় আমার পরিবহন ব্যবসা অসৎ লোকের হাতে চলে যায়। দেশে এসে দেখতে পাই আমার ভাগীনা ও শহিদুল্লা মিয়া তারা পরিচালনা করছে। বিগত দিনে আমাকে তারা আমার ব্যবসা বুঝিয়ে না দিয়ে আমাকে হুমকি দেওয়া হলে পরিবর্তীতে আইনের আশ্রয় ও সংবাদ সম্মেলন করি। তিনি আরও বলেন,আমার উৎসব পরিবহন বিআরটিএ রেজিস্ট্রিকৃত পরিবহন যার সিরিয়াল নং-৪৯৬৩২ ট্রেড লাইসেন্স নং-২৩৮২৩। নারায়ণগঞ্জ টু ঢাকা রুট নং-২৩৬। এবিষয়ে আমি মামলা দায়ের করি। সরকারি সংস্থা জয়েন স্টক থেকে শহিদুল্লা মিয়া ও কাজল মৃধা মালিকানা পরিবহনগুলোর হুবহু নামের মিল থাকায় উৎসব ট্রান্সপোর্ট লিঃ কে বাতিল ঘোষণা করে ঐ সংস্থা। সরকারি বিধান অনুযায়ী যে হেতুক এক রুটে হুবহুব নামে পরিবহন থাকার কোন বিধান নেই তাই সরকারি সংস্থা জয়েন স্টক তাদের উৎসব ট্রান্সপোর্ট লিঃ কে অবৈধ ও বাতিল ঘোষণা করে। অনেক বছর পূর্বে ১০টি গাড়ির পার্মিশন থাকলেও মেয়াদোত্তীর্ণ হীন গাড়িগুলো হল ঢাকা মেট্রো ব-১৫-৬৫৮৭,৬৫৯০, ৬৬০৬, ৬৫৯২, ৬৬০২, ৬৬৪৪, ৬৬০৯, ৬৬১০, ৬৬১৩, ৬৬১৪,৬৬৪৫,৬৬৫০,৬৬১১,৬৭৮৪,৬৬৮৬,৬৫৮৫,৬৭৭৭,৬৫৯৪,৬৭০৭,৬৫৮৯,৬৫৮৮,৬৭০৬,৬৭০৫,৬৭৯৩,৬৫৮৬,৬৮৩৬,৬৮৩৭,৬৫৯১,৬৭৮৬, ৬৬০৫, ৬৬০৪ সহ আরও অনেক গাড়ি। এবিসয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জয়েন স্টক এর সহকারি নিবন্ধকের স্বাক্ষরিত ঘোষণাপত্রে যার স্মারক নং-২৬.০৩.১০.৩২.১৫.১৯ উল্লেখ করে বলা হয়েছে কামাল মৃধার রুট পারমিট ও ট্রেড লাইসেন্স বৈধ। এবং উৎসব ট্রান্সপোর্ট লিঃ ব্যবহৃত নাম সাংঘর্ষক হওয়ার ফলে তা নির্ধারিত সময়ের মধ্য কোম্পানীর আইন ১৯৯৪ এর ১১(২) ধারা মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে উৎসব ট্রান্সপোর্ট লিঃ নাম পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়। এধিকে নির্দেশনা অমান্য ফলে উৎসব ট্রান্সপোর্ট লিঃ কোম্পানি বাসগুলাকে প্রতিনিয়ত বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত (মোবাইলকোট) এর মাধ্যমে হাজার হাজার টাকা প্রতিদিন জড়িমানা করেও বিধি নিষেধ অমান্য করে উৎসব ট্রান্সপোর্ট লিঃ পরিবহনের কতৃপক্ষকর্ণপাত করছেন না বলে জানিয়েছেন ভুক্তভোগী বাস মালিকরা। যেখানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর মেয়র সেলিনা হায়াৎ আইভী প্রতিনিয়তই বিভিন্ন অনুষ্ঠানে বলে থাকেন আমাদের নারায়ণগঞ্জ শহর খুবই ছোট। এই ছোট শহরে পরিবহনের সংখ্যাও অনেক। যা ধারণক্ষমতা নেই। তাই সকলের সহযোগিতা চেয়ে একটি আধুনিক শহর গড়ার লক্ষ্যে টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com