সোনারগাঁ সংবাদদাতা
সোনারগাঁয়ে এশিয়ান গ্রæপের মালিক মো. হারুন অর রশিদ এলাকাবাসীর জায়গা ও কবরস্থান দখল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে মঙ্গলবার (৪ অক্টোবর) ভুক্তভোগী ও স্থানীয়রা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভ মিছিলে অংশ নেয় এলাকার শতশত জনগণ ও ভুক্তভোগী জায়গার মালিকগণ। এর আগে ভূমিদস্যু এশিয়ান গ্রæপের মালিক হারুনের হাত থেকে কবরস্থান, গরিব দুঃখী ও অসহায় মানুষের জায়গা জমি দখলমুক্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রীর বরাবর আবেদন করেছেন উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের মো. তাজুল ইসলাম মেল্লার ছেলে সোয়েব মোল্লা। এ বিষয়ে সোয়েব মোল্লা বলেন, ভূমিদস্যু এশিয়ান গ্রæপের মালিক হারুনের হাত থেকে কবরস্থান, গরিব দুঃখী ও অসহায় মানুষের জায়গা জমি উদ্ধার করতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ বিষয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর আবেদন করেছি। আবেদনে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালত নারায়ণগঞ্জ জেলা কর্তৃক সোনারগাঁ থানার পিরোজপুর মৌজার নি¤œলিখিত জায়গায় ১৪৪-১৪৫ ধারা জারি থাকা সত্তে¡ও ভূমিদস্যু হারুন অর রশিদ কর্তৃক এলাকার কবরস্থান, জমি ও বাড়ি দখল এবং মিথ্যা চাঁদাবাজির মামলার হাত থেকে বাঁচতে জানমাল রক্ষা করার জন্য প্রয়োজনীয় আদেশ প্রার্থণা করেন সোয়েব মোল্লা। অভিযোগ সূত্রমতে, এশিয়ান টিভি ও এশিয়ান টেক্সটাইল মিলস লিমিটেড এর মালিক মো. হারুন অর রশিদ ক্ষমতার প্রভাব খাটিয়ে তাদের পৈত্রিক সম্পত্তি ও এলাকার কবরস্থানসহ ৬৪.৫০ ও ৩৫৬.২১ শতাংশ জমি সন্ত্রাসী বাহিনী দিয়ে ভুক্তভোগীদের হত্যার হুমকি ও পুলিশের সহায়তায় অস্ত্রের মুখে জবর দখল করে জমি দখলে নিয়ে যায়। অবশেষে কোন উপায় না পেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ আদালতে পিটিশন মামলা দায়ের করলে আদালত ১৪৪ ধারা জারি করে যাতে ২য় পক্ষ কোন স্থাপনা নির্মাণ কাজ করতে না পারে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার নিমিত্তে ভারপ্রাপ্ত কর্মকর্তা সোনারগাঁ থানার বরাবরে নির্দেশ প্রদান করেন। হারুন অর রশিদ আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে তাদের পৈত্রিক সম্পত্তি ও কবরস্থানসহ জবর দখল করে নেয়। এমনকি গ্রামের লোকজন জমি দখলে বাধা দিলে মিথ্যা বানোয়াট চাঁদাবাজির অভিযোগ এনে প্রায় ৬০/৭০ জনের নামে মামলা রুজু করে।
এদিকে এশিয়ান গ্রæপের মালিক হারুন অর রশীদের সঙ্গে মুঠো ফোনে কবরস্থানের জায়গাসহ এলাকার অসহায় মানুষের জমি দখলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাকে আল্লাহ অনেক দিয়েছেন। আমি কারো সম্পদ দখল করিনি। সোয়েব মোল্লাদের জায়গা যদি থাকে তাহলে তারা আমার সাথে জমির দলিল নিয়ে আলোচনায় বসুক, আমি আইনের ঊর্ধ্বে নই। এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, বিক্ষোভ মিছিলের পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জায়গাটি নিয়ে মামলা চলমান। আদালতের নির্দেশনা পেলে মালিকগণ তাদের জায়গা বুঝে নেবে এটাই স্বাভাবিক।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।