নিজস্ব সংবাদদাতা
নারায়নগঞ্জে দলীয় কর্মসূচিতে অংশ নিতে গিয়ে পুলিশের গুলিতে নিহত যুুবদল কর্মী শাওন প্রধানের পরিবারকে আর্থিক সহযোগিতা দিয়েছে বিএনপি। সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে এক অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শাওন প্রধানের পরিবারের হাতে দলের অনুদানের সহযোগিতা তুলে দেন। এছাড়াও মুন্সিগঞ্জে শহীদুল ইসলাম শাওনের পরিবারের হাতে দলের অনুদানের সহযোগিতা তুলে দেন তিনি। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। জ্বালানী তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে ২১ সেপ্টেম্বর পুলিশের গুলিতে নিহত হন মুন্সিগঞ্জ জেলার যুবদল কর্মী শহীদুল ইসলাম শাওন এবং এর আগে ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল চলাকালে পুলিশের গুলিতে নিহত হয় নারায়ণগঞ্জের যুবদল কর্মী শাওন প্রধান। অনুষ্ঠানে মুন্সিগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, কেন্দ্রীয় যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহŸায়ক মমতাজ উদ্দিন মন্তু ও সদস্য সচিব মনিরুল ইসলামসহ ২ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।