ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লায় বিয়ের প্রলোভনে কলেজ পড়–য়া এক ছাত্রী (১৯) কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে হৃদয় (৩১) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রী ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে হৃদয়কে ফতুল্লার মাসদাইর এলাকা থেকে অভিযুক্ত হৃদয়কে গ্রেফতার করেছেপুলিশ। গ্রেফতারকৃত হৃদয় ফতুল্লা মডেল থানার পশ্চিম মাসদাইর এলাকার জজ মেম্বারের বাড়ি সংলগ্ন মৃত মোকলেসুর রহমানের পুত্র। মামলা সূত্রে জানা গেছে, কলেজে যাতায়াতের সময় গ্রেফতারকৃত হৃদয়ের সাথে ওই কলেজ ছাত্রীর পরিচয় হয়। এরই ধারাবাহিকতায়বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যেতো এবং তার বন্ধু মহলে তাকে স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে আসছে। একপর্যায়ে বিয়ের প্রলোভনে তার সাথে শরীরিক সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে হৃদয়কে বিয়ের জন্য বললে সে বিভিন্ন অজুহাত দেখিয়ে সময় কালক্ষেপন করে। সর্বশেষ চলতি মাসের ৭ তারিখ রাত ১১টার দিকে হৃদয় ফোন করে ওই ছাত্রীকে জানায়, তার বিয়ের বিষয় নিয়ে কথা বলবে। পরে দিবাগত রাত ১টার দিকে হৃদয় ভুক্তভোগী ছাত্রীর বাসায় এসে বিয়ে করার প্রতিশ্রæতি দিয়ে ইচ্ছের বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে রাত ৩টার দিকে বাসা থেকে বেরিয়ে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মোস্তফা কামাল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত ধর্ষক হৃদয়কে গ্রেফতার করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।