নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জের বাজারে দফায় দফায় চাল, চিনি,আটা, ময়দা, ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির কারণে এবার বাজারে দাম বেড়েছে বেকারী পণ্যের। ব্রেড, কেক ও বিস্কুটসহ বিভিন্ন বেকারীর পণ্যের মূল্য ৫ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীদের কাছ থেকে জানা গেছে, ভোজ্যতেল, চিনি, ডিম, ময়দাসহ বিভিন্ন উপকরণের মূল্যবৃদ্ধির কারণে বেকারী পণ্যের দামও বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিভিন্ন বাজার ও পাড়া মহল্লার দোকানে প্যাকেটজাত ৭০ গ্রাম বাটার ফুল বিস্কুট ১৫ থেকে ৫ টাকা বেড়ে ২০ টাকা,৩৫ গ্রাম চকলেট বুম বিস্কুট ১৫ থেকে ৫ টাকা বেড়ে ২০ টাকা,৫০ গ্রাম পটাটা বিস্কুট ২০ থেকে ১৫ টাকা বেড়ে ৩৫ টাকা,১৪৫ গ্রাম চকলেট ডাইজেস্টিভ বিস্কুট ৩৫ থেকে ৫ টাকা বেড়ে ৪০ টাকা,৬০ গ্রাম ফিট বিস্কুট ১৫ থেকে ৫ টাকা বেড়ে ২০ টাকা,১২০ গ্রাম ডাইজেস্টিভ বিস্কুট ২০ থেকে ১০ টাকা বেড়ে ৩০ টাকা,৬৫ গ্রাম কোকলা বিস্কুট ১৫ থেকে ৫ টাকা বেড়ে ২০ টাকা,৮৫ গ্রাম গ্রান্ড চয়েস বিস্কুট ১৫ থেকে ৫ টাকা বেড়ে ২০ টাকা,৬৫ গ্রাম ফাস্ট চয়েস বিস্কুট ১৫ থেকে ৫ টাকা বেড়ে ২০ টাকা,২৪০ গ্রাম চকলেট কুকিজ বিস্কুট ৬৫ থেকে ৩৫ টাকা বেড়ে ১০০ টাকা, ৩শ’ গ্রাম অভাল্টিন বিস্কুট ৬৫ থেকে ৫ টাকা বেড়ে ৭০ টাকা,২৭০ গ্রাম হরলিক্স কুকিজ বিস্কুট ৬৫ থেকে ৫ টাকা বেড়ে ৭০ টাকা, ২০৩ গ্রাম এনার্জি প্লাস বিস্কুট ৩৮ থেকে ১২ টাকা বেড়ে ৫০ টাকা,১শ’ ২৫ গ্রাম সুগার ফ্রী বিস্কুট ৩০ থেকে ২০ টাকা বেড়ে ৫০ টাকা,২শ’ ৭৫ গ্রাম সলটিন বিস্কুট ৬০ থেকে ১০ টাকা বেড়ে ৭০ টাকা,২শ’ ৪০ গ্রাম মিল্ক মেরী বিস্কুট ৫০ থেকে ১০ টাকা বেড়ে ৬০ টাকা, ৫শ’ গ্রাম কুইন ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীর বিস্কুট ৯০ থেকে ১শ’ ৩০ টাকা,২শ’ গ্রাম টিপ বিস্কুট ৫০ থেকে ১০ টাকা বেড়ে ৬০ টাকা,৯শ’ গ্রাম টি-টাইম কুকিজ বিস্কুট ১শ’ ৫০ থেকে ৪০ টাকা বেড়ে ১শ’ ৯০ টাকা,৫শ’ গ্রাম কুইন ড্রাই কেক ১শ’ ২০ থেকে ৪০ টাকা বেড়ে ১শ’ ৬০ টাকা,৫শ’ গ্রাম ঘি টুস বিস্কুট ১শ’ ৫০ থেকে ৩০ টাকা বেড়ে ১শ’ ৮০ টাকা, ৪শ’ গ্রাম ডেনিশ টুস বিস্কুট ৫০ থেকে ১০ টাকা বেড়ে ৬০ টাকা, ৪শ’ গ্রাম প্রাণ টোস্ট ৫০ থেকে ১০ টাকা বেড়ে ৬০ টাকা, ৪শ’ ৫০ গ্রাম কিষোয়ান টোস্ট ৬০ থেকে ১০ টাকা বেড়ে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও ২শ’ গ্রাম সুইস রোল কেক ১শ’ ৩০ থেকে ২০ টাকা বেড়ে ১শ’ ৫০ টাকা,৩শ’ গ্রাম পাউন্ড কেক ১শ’ থেকে ২০ টাকা বেড়ে ১শ’ ২০ টাকা,৩শ’ গ্রাম মারবেল কেক ১শ’ থেকে ২০ টাকা বেড়ে ১শ’ ২০ টাকা,৩০ গ্রাম কাপ কেক ১৫ থেকে ৫ টাকা বেড়ে ২০ টাকা,৯০ গ্রাম পাউন্ড কেক ৩০ থেকে ১০ টাকা বেড়ে ৩৫ টাকা,৫০ গ্রাম সেনডুইজ কেক ১৫ থেকে ৫ টাকা বেড়ে ২০ টাকা,২শ’ ৪৫ গ্রাম প্লেইন কেক ১শ’ থেকে ৩০ টাকা বেড়ে ১শ’ ৩০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, ৬শ’ গ্রাম সুপার ব্রেড ৭০ থেকে ১৫ টাকা বেড়ে ৮৫ টাকা,৬শ’ গ্রাম সেভেন ডেইজ ৭০ থেকে ২০ টাকা বেড়ে ৯০,৩শ’ গ্রাম সুপার ব্রেড ৩৫ থেকে ১০ টাকা বেড়ে ৪৫ টাকা,৩শ’ গ্রাম সেভেন ডেইজ ৩৫ থেকে ১০ টাকা বেড়ে ৪৫ টাকা,৪শ’ গ্রাম ব্রেড অলম্পিক ৪০ থেকে ২০ টাকা বেড়ে ৬০ টাকা,৩শ’ গ্রাম ব্রেড অলম্পিক ৩০ থেকে ১০ টাকা বেড়ে ৪০ টাকা,১শ’ ৫০ গ্রাম ব্রেড ইজি ২০ থেকে ৫ টাকা বেড়ে ২৫ টাকা,২শ’ গ্রাম আকিজ ব্রেড ২০ থেকে ৫ টাকা বেড়ে ২৫ টাকা, বাটর বন ১০ থেকে ৫ টাকা বেড়ে ১৫ টাকা,সিঙ্গেল বন ১০ থেকে ৫ টাকা বেড়ে ১৫ টাকা, জোড়া বন ১০ থেকে ৫ টাকা বেড়ে ১৫ টাকা, ৪ পিসের বন ২৫ থেকে ১০ টাকা বেড়ে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। দিগুবাবুর বাজারের মেহেদী জেনারেল স্টোরের মালিক হৃদয় হোসেন বলেন, বেকারী পণ্যের অতিরিক্ত দাম বেড়েছে। আমরা ব্যবসা করতেও হিমশিম খাচ্ছি। আমাদেরও তো ঘর-বাড়ি আছে মা-বাবার সংসার চালাতে হয় এই দোকান দিয়ে। শফিক স্টোরের মালিক শাহেদ হোসেন বলেন, সব ধরণের বিস্কুট, ব্রেড ও কেকের মূল্য বেড়েছে ৫ টাকা থেকে ৪০ টাকা পর্যন্ত। আমার দোকানে ক্রেতা কমে গেছে। আগের চেয়ে আনেক কম বিক্রি হচ্ছে। কলেজ রোড এলাকার বাসিন্দা সোহেল বলেন, আসলে সব কিছুর মূল্যবৃদ্ধি। চিন্তায় তো ঘুম আসে না। আমি মনে করি, খারাপ অবস্থায় আছে সাধারণ মানুষ।চাল,সবজি, মাছ, তেলসহ সব ধরণের পণ্যের দাম বাড়ায় বেকারী পণ্যের প্রতি নজর একটু কম যাচ্ছে। ভাত খাবো না বিস্কুট খাবো!
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।