ফতুল্লা সংবাদদাতা
এশিয়ান টিভি ও এশিয়ান টেক্সটাইল মিলসের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ (সিআইপি) সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। শনিবার (১৫ অক্টোবর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ পুরনো সড়কের ফতুল্লা প্রেসক্লাবের সামনে এ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। এ ঘটনায় এশিয়ান টিভির ফতুল্লা প্রতিনিধ মো. ফিরোজ বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ (সিআইপি)ফতুল্লা মডেল থানার বিসিকস্থ তার মালিকানাধীন প্রতিষ্ঠান এশিয়ান টেক্সাটাইল মিলস থেকে নিজ ব্যবহৃত ল্যান্ড ক্রইজার (রেজিঃ নং-ঢাকা মেট্টো-ঘ-১৫-১৮৩০) গাড়ি নিয়ে পাগলা-ফতুল্লা সড়ক দিয়ে ঢাকার গুলশানে যাচ্ছিলেন। ফতুল্লা প্রেসক্লাবের সামনে যাওয়া মাত্র বিপরীত দিক থেকে আসা একটি দ্রæতগামী কাভার্ডভ্যান তার গাড়ির ডান পাশের দিকে সজোড়ে আঘাত করে। এতে গাড়ির ডান পার্শ্বে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং চালক সোহরাব আহত হয়। পুলিশ চালকসহ কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্রো-ন-১৩-০১০৩) আটক করেছে। তবে এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ (সিআইপি) কোন প্রকার আঘাত পাননি বলে জানা যায়। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়, চালকসহ কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।লিখিত অভিযোগ পেয়েছি।বিষয়টি আইনি পক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।