Logo
HEL [tta_listen_btn]

বিবর্তন’র ব্যতিক্রমী আয়োজন

বিবর্তন’র ব্যতিক্রমী আয়োজন

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘বিবর্তন’ আবৃত্তি, সঙ্গীত ও ব্যতিক্রমধর্মী আলোচনাসভার মাধ্যমে মেধাযাপন করেছে। শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে বৃষ্টিস্নাত মেঘলা পরিবেশে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বিবর্তন এ অনুষ্ঠানের আয়োজন করে। গতানুগতিকা পরিহার করে ৩ পর্বে আয়োজিত আলোচনাসভায় ৩ জন করে মোট ৯ জন অংশ নেন। ফাঁকে ফাঁকে চলে সঙ্গীত ও আবৃত্তি। আমন্ত্রিত অতিথি ছাড়াও প্রচুর দর্শক শুরুথেকে শেষ পর্যন্ত একাগ্রচিত্তে অনুষ্ঠান উপভোগ করেন । প্রথমপর্বের আলোচনায় অংশ নেন,ড. রুমন রেজা ও উৎপল সাহা। দ্বিতীয়পর্বে ল²ী চক্রবর্ত্তী ও হাবিবউদ্দিন। এই দু’পর্বে সভাপতিত্ব করেন বিবর্তনের সভাপতি মলয় দাশ চন্দন। তৃতীয়পর্বে অংশ নেন কবি করীম রেজা ও মোখলেছুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিবর্তনের কার্যকরী সভাপতি ইউসুফ আলী এটম। আবৃত্তি করেন জিয়াউল ইসলাম কাজল ও নাসিম আফজাল । সঙ্গীত পরিবেশন করেন সৌম্যদীপ পাল ঋক,আদৃতা দাশ মম,মাসুম হোসেন,রাজীব। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সাথী সাহা নদী।প্রসঙ্গত, মৌমিতা দাশ মেধা বিবর্তনের সভাপতি মলয় দাশ চন্দনের ২য় কন্যা। সে গাছ বাঁচাতে পরিবেশ আন্দোলনের সাথে যুক্ত হয়ে কলকাতায়বিভিন্ন অনুষ্ঠানে গাছের জন্য গান করতো। তারা বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন করে মানুষের কাছে প্রকৃতির ভারসাম্য ও এর প্রয়োজনীয়তা তুলে ধরতো। এমনি একটি অনুষ্ঠানে গান গেয়ে বিশ্রাম করাকালে এক নারকেল গাছ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। তাকে স্মরণ করেই বিবর্তন মেধাযাপন অনুষ্ঠানের আয়োজন করে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com