Logo
HEL [tta_listen_btn]

লায়ন্স ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি

লায়ন্স ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি

নিজস্ব সংবাদতদাতা
লায়ন ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী ও অক্টোবর সেবা মাস উদযাপনে নারায়ণগঞ্জে দিনব্যাপী ৮টি লায়ন ক্লাব বিভিন্ন সেবামূলক কর্মসূচি পালন করেছে।শনিবার (১৫ অক্টোবর) সকালে ৮টি লায়ন্স ক্লাব একটি বর্ণাঢ্য র‌্যালিবের করেশহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেখ রাসেল নগর পার্কে গিয়ে সমাবেশ করে। কর্মসূচিতে ১ হাজার অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা,ডায়বেটিস পরীক্ষা, হুইল চেয়ার বিতরণসহ খাদ্য সামগ্রী, গাছের চারা, বৈদ্যুতিক পাখা, সেলাই মেশিন যৌথভাবে বিতরণ করা হয়। এছাড়া নারায়ণগঞ্জ চারুকলা ইনিস্টিটিউটে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা সহ শহরে বিভিন্ন এলাকায় ৮টি লায়ন্স ক্লাব এসকল সেবামূলক কার্যক্রম পালন করে। এসময় জেলাগভর্ণর সহ লায়ন নেতৃবৃন্দ তাদের কার্যক্রম পরিদর্শন করেন। এ সেবামূলক কাজে অংশ নেয় লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ সিটি, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ পার্পেল, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ ওয়ারিয়র্স, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ লিবার্টি, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ নীট কনসার্ণ ও লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ প্রাচ্যের ড্যান্ডি। এসময় ৮টি লায়ন্স ক্লাব জেলা ৩১৫ এ-২ এর গভর্ণর লায়ন ইঞ্জিনিয়ার আবদুল ওহাবকে গার্ড অব অর্নার প্রদান করেন।পরে জেলা ৩১৫এ-২ এর রিজিওন চেয়ারম্যান ও ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন সাইদুল্লাহ হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেবামূলককার্যক্রমের উদ্বোধন করেন লায়ন্স জেলা গভর্ণর লায়ন ইঞ্জিনিয়ার আবদুল ওহাব (পিএমজেএফ)।
অনুষ্ঠানে ৬শ’ চক্ষু রোগির চিকিৎসা প্রদান করে ৮৫ জন গরীব রোগিকে বিনামূল্যে ছানি অপারেশন করে লেঞ্চ বসানো হয়। এছাড়াও ৪শ’ মানুষের মধ্যে গাছের চারা এবং ২শ’ ৫০জন অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ভাইস জেলা গভর্ণর লায়ন মোহাম্মদ হানিফ, প্রাক্তন জেলা গভর্ণর লায়ন এড. শওকত আলী, লায়ন মোহাম্মদ নাসিরউদ্দিন, লায়ন আখতারুজ্জামান, লায়ন আবদুস সালাম, লায়ন এমরান ফারুক মইন রানা,লায়ন এড. সাদিয়া আফরোজ মুক্তি, লায়ন এড. নবী হোসেন, লায়ন হায়দার, আলী বাবলু, লায়ন সায়েদুল ইসলাম সাকিল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com