হোমনা সংবাদদাতা
কুমিল্লার মোগলটুলীতে ভাড়া নিয়ে দ্ব›েদ্বর জেরে পলিন নামে এক মাইক্রোবাস চালকের ইটের আঘাতে মো. লিটন নামে আরেক চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলিন পলাতক রয়েছে। নিহত লিটন নগরীর গয়ামবাগিচা এলাকার ছন্দু মিয়ার ছেলে। পলিন ও লিটন সম্পর্কে চাচাতো ভাই। (২১ অক্টোবর) কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) হানিফ সরকার বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লা প্রেসক্লাব এলাকার রেন্ট-এ কার স্ট্যান্ডে পলিন ও লিটন নামে দুই গাড়ি চালকের মধ্যে ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পলিন ইট দিয়ে লিটনের মাথার পেছনে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে রাত সাড়ে ৮টায় তাকে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক লিটনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে পলিন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান হানিফ সরকার।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।