Logo
HEL [tta_listen_btn]

সভাপতি নুরু \ সম্পাদক সোহেল ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির নয়া কমিটি

সভাপতি নুরু \ সম্পাদক সোহেল ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির নয়া কমিটি

ফতুল্লা সংবাদদাতা
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) সকালে ফতুল্লা থানা গেট সংলগ্ন আমির সুপার মার্কেটের ২য় তলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিনাপ্রতিদ্ব›দ্বীতায় সংগঠনের সাবেক সভাপতি নুরুল ইসলাম নুরু সভাপতি নির্বাচিত হয়েছে এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থী থেকে ৮ ভোট বেশি পেয়ে মো. সোহেল সাধারণ সম্পাদক হিসেবে এবং ফয়সাল আহাম্মেদ সাংগঠনিক সম্পাদক হিসেবে বিজয় লাভ করেন। এদিকে সংগঠনের কার্যকরী কমিটিতে অন্যান্য পদে কোন প্রার্থী না থাকায় অনেক প্রার্থী বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছে। বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিতরা হলো, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ গোলাম সবুজ, সহ-সভাপতি-মিল্টন চেীধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক রনি কুমার দাস, সহ-সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কোষাধ্যক্ষ আল-আমিন চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লীজা আক্তার, প্রচার সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ রাসেল, দপ্তর সম্পাদক সোনালী আক্তার, কার্যকরী সদস্য-১ উত্তম কুমার সাহা, কার্যকরী সদস্য-২ কামরুল ইসলাম অপু, কার্যকরী সদস্য-৩ মোতালেব চেীধুরী প্রমুখ। এদিকে সকাল থেকেই নির্বাচনকে ঘিরে সংগঠনের বিভিন্ন পদে নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থী এবং ভোটাররা কার্যলয়ের সামনে জড়ো হতে শুরু করে। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোটার সিনিয়র সাংবাদিক বিল্লাল হোসেন রবিন এবং সহকারি নির্বাচন কমিশনার দৈনিক অগ্রবানী প্রতিকার ভারপ্রাপ্ত সম্পাদক স্বপন চেীধুরী এবং অনলাইন নিউজ পোর্টাল টেলিগ্রাফ নিউজ২৪.কম এর সম্পাদক ও প্রকাশক মো. আরিফুর রহমান আনুষ্ঠানিক ঘোষণার মধ্যদিয়ে সংগঠনের নির্বাচনী কার্যক্রম শুরু হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত বিরতীহীনভাবে সংগঠনের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন চলাকালীন থেকে শুরু করে ফলাফল ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের উপস্থিতিতে ভোট গণনা করা হয়। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা বিল্লাল হোসেন রবিনের অনুরোধক্রমে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন। এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক এদু’টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থী খোকন প্রধানের থেকে ৮ ভোট বেশি পেয়ে পূণরায় সাধারণ সম্পাদক হিসেবে বিজয় লাভ করেন সোহেল আহাম্মেদ এবং সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থী জুয়েল রানা থেকে ৮ ভোট বেশি পেয়ে পূণরায় বিজয় লাভ করেন ফয়সাল আহম্মেদ। প্রসঙ্গত, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির মোট ভোটার সংখ্যা ২০ জন। এর মধ্য থেকে ১জন সদস্য দেশের বাহিরে থাকায় ১৯ জন সদস্য ভোট প্রদান করেন। এর মধ্যে নির্বাচন কমিশন ১টি ভোট বাতিল বলে ঘোষণা করেন। মোট বৈধ ভোট ১৮ জন। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সোহেল আহাম্মেদ ১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছে তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী খোকন প্রধান পেয়েছেন ৫ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে ফয়সাল আহাম্মেদ ১৩ ভোট পেয়ে বিজয়ী হন তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী জুয়েল রানা ৫ ভোট পেয়েছে। এসময় নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, অগ্রবানী পত্রিকার সম্পাদক স্বপন কুমার পোদ্দার, দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার সম্পাদক মাসুদুর রহমান দিপু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোবারক হোসেন চেীধুরী হান্নান, অনলাইন নিউজ পোটাল পথের সময়ের প্রকাশক ও সম্পাদক তৌকির আহাম্মেদ রাসেল, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন, যুগান্তর পত্রিকার ফতুল্লা প্রতিনিধি আলামিন প্রধান, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মো. নিয়াজ মাছুম, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুজন ও সাংবাদিক এমএ সুমন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com